কবিতা -সংখ্যালঘু
কবিতা -সংখ্যালঘু
কবি -হান্নান বিশ্বাস
সংখ্যাতে লঘু হলে
অপমান হতে হয়,
মানুষের পৃথিবীতে
মানবতা সেটা নয়।
ধর্মের বাণী বলে
ভালোবাসা মুক্ত,
হিংসা বিদ্বেষে
থাকবেনা যুক্ত।
জাতে ভাতে মিথ্যে
মানুষের ভেদাভেদ,
লঘুতে লাজ নয়
নয় অন্তরে খেদ।
মিছে মিছে ছলনার
স্থান নেই ধর্মে,
আত্মার নিযুক্তি
নির্লোভ কর্মে।
পূণ্যের পণ পেতে
শূন্যের গোলামী,
হয়েছ অধার্মিক
নেশাখোর নিলামী।
দীনে দান মহাদান
মর্ম যে ধর্মের,
কর্মের বাহাদুরি
লজ্জা শরমের!