প্রথম রায় জঙ্গিপুর আদালতের জাল নোটের কারণে পাঁচ বছরের জেল
ইংরেজি মাসের ১১ ই ডিসেম্বর ২০২১ সালে ফারাক্কা থানার অন্তর্গত ফারাক্কা বাস স্ট্যান্ড এলাকা থেকে সন্দেহজনক এক মহিলাকে আটক করে ফারাক্কা থানার পুলিশ এবং তাকে তল্লাশি করেই পাওয়া যায় প্রায় ৪ লক্ষ টাকা মহিলার নাম সাঞ্জিমা খাতুন বয়স ৩০ বাড়ি মালদা জেলার অন্তর্গত কালিয়াচক থানার পুরাতন বাবু পাড়া এলাকায় দীর্ঘদিন থেকেই এই মামলা জঙ্গিপুর মহাদে চলার পর অবশেষে মঙ্গলবার জঙ্গিপুর মহকুমা আদালতের মহামান্য বিচারপতি সানজিমা খাতুন কে দোষী সাব্যস্ত করেন। পরবর্তীতে বুধবার তাকে জঙ্গিপুর মহকুমা আদালতের মহামান্য বিচারপতি অনিল কুমার প্রসাদ
এডিশনাল ডিস্ট্রিক্ট সেশনস জজ ফাস্ট ট্র্যাক ফাস্ট কোর্ট মা এই মামলায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায় আরো ছয় মাসের কারাদণ্ড ধার্য করলেন। এমনটাই জানালেন জঙ্গিপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী রাজনারায়ণ মুখার্জি।