অবৈধ বালি বোঝাই ডাম্পার ও ট্রাক্টর আটক : গ্রেপ্তার চালক



বীরভূমের দুবরাজপুর :অবৈধ বালি বোঝাই একটি ডাম্পার আটক করল দুবরাজপুর থানার পুলিশ। ঐ ডাম্পারটিতে অবৈধভাবে বালি পাচার করছিল পাচারকারীরা। পুলিশ সূত্রে জানা যায়, ইলামবাজারের জয়দেব এলাকায় অজয় নদ থেকে অবৈধভাবে বালি বোঝাই করে অন্যত্র পাচার করা হচ্ছিল। পানাগড়-দুবরাজপুর রাজ্য সড়কের হেতমপুরের কাছে পুলিশ ডাম্পারটিকে আটক করে এবং বৈধ কাগজপত্র দেখতে চাই। ডাম্পারের চালক পুলিশকে তার মোবাইলে থাকা তমলুকের চালান দেখায়। এরপরই দুবরাজপুর থানার পুলিশ অবৈধ বালি বোঝায় ডাম্পারটিকে আটক করে এবং চালককে গ্রেপ্তার করে। আজ তাঁকে  দুবরাজপুর আদালতে তোলা হবে।

পাশাপাশি দুবরাজপুর থানার পুলিশ অবৈধ বালি বোঝাই একটি ট্রাক্টর আটক করে। পুলিশ সূত্রে জানা যায়, দুবরাজপুরের লোবা এলাকায় অজয় নদ থেকে অবৈধভাবে বালি তুলে ট্রাক্টর করে পাচার করা হচ্ছিল দুবরাজপুর শহরের ভেতরে। পুলিশ ধাওয়া করে বালি বোঝাই ট্রাক্টরটিকে আটক করে এবং চালককে গ্রেপ্তার করা হয়। দুটি গাড়ির মালিকের বিরূদ্ধে মামলা রুজু করেছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url