শ্রমিকদের নির্যাতনের জন্য কেন্দ্রের বিরুদ্ধে এপিডিআর এর প্রতিবাদ মিছিল

 ভিনরাজ্যে তথা বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের নির্যাতনের জন্য কেন্দ্রের বিরুদ্ধে এপিডিআর এর প্রতিবাদ মিছিল ডায়মন্ড হারবার শহরে



ডায়মন্ড হারবার:-* বাংলার পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাজ্য সরকার আগেই নানা পদক্ষেপ করেছে। সেটা পোর্টালে নাম নথিভুক্ত থেকে শুরু করে উদ্ধার কাজে সাহায্য এবং অঘটন ঘটলে ওই পরিযায়ী শ্রমিকের পরিবারকে এককালীন টাকা দিয়ে সাহায্য করা। কিন্তু এখন অভিযোগ উঠছে ভিন্ন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন করা হচ্ছে। আর সেই বিভিন্ন স্থানে বাঙালি শ্রমিকদের উপর নিপীড়ন এবং অধিকার খর্ব হওয়ার প্রতিবাদে এপিডিআর (A P D R) বিভিন্ন স্থানের পাশাপাশি ডায়মন্ড হারবার শহরে মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।এদিন ডায়মন্ড হারবার নতুন পোল থেকে এসডিও পর্যন্ত এক প্রতিবাদ মিছিল বের করেন। এই মিছিলে শ্রমিক সংগঠন,ও রাজনীতিক দল ভুলে অন্যান্য সাধারণ মানুষ অংশ নেয়। ডায়মন্ড হারবার শাঁখা এপিডিআর এর সদস্য শহিদুল্লাহ গায়েন জানান, ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন করা হচ্ছে। আর এগুলি করা হচ্ছে বেশিরভাগই বিজেপি শাসিত রাজ্যে। আর এসব যারা করছে সেসব দোষীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার দাবিতে এপিডিআর এর এই প্রতিবাদ মিছিল। এপিডিআর তাদের অভিযোগ, বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন করা হচ্ছে। গুজরাট, মহারাষ্ট্র, ওড়িশার মতো বিজেপি শাসিত রাজ্যেই সেগুলি চলছে। তাঁদের উপার্জনের অর্থ এবং আধার কার্ড–সহ নানা পরিচয়পত্র কেড়ে নেওয়া হচ্ছে,এগুলির বিরুদ্ধে পদক্ষেপ করুক কেন্দ্র। অন্যদিকে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর কোনওরকম নির্যাতন বরদাস্ত করা হবে না বলেই আগেই জানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী। তারপর থেকে বিষয়গুলির উপর নজর রাখা হচ্ছে। এবার থেকে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বাংলার শ্রমিকদের অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হোক।এই পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। নানা অভিযোগ সামনে আসতে শুরু করেছে। তাদের দাবি, বিজেপি দেশে ক্ষমতায় আসার পর ২০১৪ সালের পর থেকে নানা রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার বেড়েছে,এটা পরিকল্পিত হামলা। মূলত গুজরাট, মহারাষ্ট্র, ওড়িশায় কাজ করতে যাওয়া বাংলার পরিযায়ী শ্রমিকরা আতঙ্কিত। স্থানীয় এক শ্রমিক জানান কোভিডের সময়ে বাংলার সরকার দায়িত্ব নিয়ে নানা রাজ্য থেকে ফিরিয়ে এনেছিল তাঁদের। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অত্যন্ত সংবেদনশীল। বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন অবিলম্বে বন্ধ হওয়া দরকার। তাই পদক্ষেপ করুক কেন্দ্র বলে আবেদন করেন তারা।এই প্রতিবাদ মিছিলে শ্রমিকদের অধিকার, মজুরি বৃদ্ধি, চাকরি নিরাপত্তা এবং অন্যান্য দাবিগুলি উত্থাপন করা হয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url