পরিবারের অমতে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলেন ভিন্ন ধর্মের প্রীতম নন্দীকে

 ভাগওয়া(গে*রু*য়া) লাভ ট্র্যাপ 


ছবিতে যাকে দেখছেন, তার নাম সুলতানা পারভিন।

বাড়ি — পূর্ব বর্ধমান, গলসী ২ ব্লকের কুরমুনা চন্দনপুর এলাকা।


মাত্র ৮ মাস আগে পরিবারের অমতে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলেন ভিন্ন ধর্মের প্রীতম নন্দীকে।

কিন্তু বিয়ের কয়েক মাসের মধ্যেই বুঝে গিয়েছিলেন ভুলটা।

ফিরে আসতে চেয়েছিলেন — মায়ের, বাবার, পরিবারের কাছে।


সেই আশায় বাবাকে ডেকেছিলেন — “বাবা, আমাকে ফিরিয়ে নিয়ে চলো!”

কিন্তু কী পেলো সুলতানা?

গত ২৭ জুন যখন বাবা-মা তাকে আনতে শ্বশুরবাড়ি গিয়েছিলেন, তখন সুলতানার শ্বশুরবাড়ির লোকজন তাদের মারধর করলো, গাড়ি ভেঙে দিলো, তাড়িয়ে দিলো।

পরের দিন — সুলতানা কে আর বাঁচতে দিলো না!

তার দেহ দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হলো — আ*ত্মহ*ত্যার গল্প সাজাতে!

হ*ত্যা! স্রেফ নির্মম, ঠান্ডা মাথার হ*ত্যা!

👉 ভাবুন তো, ঘটনা যদি উল্টো হতো?

ছেলেটা মুসলিম, মেয়েটা হিন্দু — তাহলে এতক্ষণে মেইনস্ট্রিম মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া পুরো মুসলিম সমাজকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিতো পুরো মুসলিম সমাজ কে!

হেডলাইন, ব্রেকিং নিউজ, প্যানেল ডিসকাশন — সবই হতো!

এখন কোথায় তারা?


 জানতে চাই জানাযার নামাজ কোন ইমাম পড়ালো?

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url