গ্যাস সিলিন্ডার লিক করে ভয়াবহ অগ্নিকাণ্ড ধুলিয়ানে
গ্যাস সিলিন্ডার লিক করে ভয়াবহ অগ্নিকাণ্ড ধুলিয়ানে, ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
সাত সকালে ধুলিয়ান পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাড়িতে চা বানানোর সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার থেকে লিক হয়ে আগুন। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বাড়ির বিভিন্ন অংশে। এই ঘটনায় বাড়ির আসবাবপত্র, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায় বলে জানান পরিবারের এক কর্তা।স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় অনেকটা আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দীর্ঘ দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে রাস্তা সরু হওয়ায় দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে না পেরে ফিরে যেতে বাধ্য হয়।প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তবে বাড়ির আসবাবপত্র ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।