সাগরদিঘীতে পথ দু*র্ঘট*না*য় ট্রাফিক ওসির মর্মা*ন্তিক মৃ*ত্যু*



সাগরদিঘীর ১২ নং জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক পুলিশ আধিকারিকের। বৃহস্পতিবার রাতে সাগরদিঘী থানার শেখদিঘী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঘটে এই মর্মান্তিক ঘটনা। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত পুলিশ আধিকারিকের নাম রাজ কুমার কর্মকার। তিনি জঙ্গিপুর পুলিশ জেলার সাগরদিঘী ট্রাফিক গার্ডের অফিসার ইনচার্জ (ওসি ট্রাফিক) পদে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শেখদিঘিতে একটা দুর্ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যান সেখানে জাতীয় সড়কেকর্মরত অবস্থায় ওসি রাজ কুমার কর্মকারকে  দ্রুতগতিতে আসা একটি লরি তাঁকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় সাগরদিঘী থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষজন ও সহকর্মী পুলিশ আধিকারিকরা গভীর শোকপ্রকাশ করেছেন।

প্রসঙ্গত, রাজ কুমার কর্মকার অত্যন্ত দায়িত্বশীল ও কর্তব্যপরায়ণ আধিকারিক হিসেবে পরিচিত ছিলেন। তাঁর এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে জঙ্গিপুর পুলিশ জেলায়।

পুলিশ সূত্রে খবর, ঘাতক লরিটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনার তদন্ত শুরু করেছে সাগরদিঘী থানার পুলিশ।

সাগরদিঘী থেকে রহমতুল্লার রিপোর্ট সবুজ বার্তা নিউজ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url