শিবনগর জামে মসজিদের সামনে গঙ্গা ভাঙন
সামশেরগঞ্জের শিবনগর জামে মসজিদের সামনে গঙ্গা ভাঙন, মসজিদ যাওয়ার রাস্তা ভেঙে বিপাকে এলাকাবাসী — বাড়ছে গঙ্গার জল
মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ ব্লকের শিবনগর জামে মসজিদের সামনে গঙ্গার ভয়াবহ ভাঙনে মসজিদ যাওয়ার একমাত্র কাঁচা রাস্তা ভেঙে গেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহুদিন ধরেই গঙ্গার ধার ভাঙতে ভাঙতে মসজিদের গা ঘেঁষে চলে এসেছে নদী। এর আগে ভাঙন ঠেকাতে বালির বস্তা ফেলা হলেও তাতে স্থায়ী সমাধান হয়নি।
সাম্প্রতিক কয়েকদিনের ধারাবাহিক বর্ষণ ও উজান থেকে নেমে আসা জলের চাপে গঙ্গার জলস্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে। নদীর স্রোত তীব্র হয়ে রাস্তার নিচের অংশ গর্ত করে ফেলেছে, ফলে পথচারীদের যাতায়াত বিপজ্জনক হয়ে উঠেছে। স্থানীয়রা জানান, মসজিদে নামাজ পড়তে, শিশুদের মক্তবে যেতে এবং আশপাশের বাসিন্দাদের যাতায়াতের জন্য এই রাস্তাই ভরসা ছিল।
এলাকাবাসীরা অবিলম্বে প্রশাসনের কাছে রাস্তাটি মেরামত ও গঙ্গার ধার বাঁধাই করার আবেদন জানিয়েছেন। তাদের দাবি, এখনই ব্যবস্থা না নিলে মসজিদসহ আশপাশের বাড়িঘরও গঙ্গার গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় বাসিন্দা রিয়াজুল সেখ (ডাকু )বলেন, “আমরা বারবার বলেছি, আগে ব্যবস্থা নিন। গঙ্গা যখন বাড়ছে তখন এক মুহূর্ত দেরি করলে বিপদ আরো বাড়বে।”
বর্তমানে পরিস্থিতি ক্রমশই উদ্বেগজনক। গঙ্গার জল প্রতিদিনই বাড়ছে, আর ভাঙনের মুখে অসহায় হয়ে পড়ছে শিবনগর গ্রামবাসী।