দিন দুপুরে ছিনতাই করে পালানোর সময় পাকড়াও করে এক দুষ্কৃতিকে গণধোলাই

 



দিন দুপুরে ছিনতাই করে পালানোর সময় পাকড়াও করে এক দুষ্কৃতিকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিলো উত্তেজিত জনতা। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার কলেজ মোড় সংলগ্ন এলাকায়। 


জানা গেছে ইসলামপুর থানার কামারগছ এলাকা থেকে স্বর্ণ জয়ন্তী দলের মহিলারা টোটোতে করে ইসলামপুরে ব্যাংকের কাজে আসতেছিলেন। আসার পথে ইসলামপুর কলেজ মোড় সংলগ্ন এলাকায় বাইকে চেপে দুই দুষ্কৃতী দলের এক মহিলার কাছ থেকে একটি ব্যাগ ছিনতাই করে পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা পাকড়াও করে এক দুষ্কৃতিকে ধরে ফেলে। চলে গণধোলাই। খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ পৌঁছালে পুলিশের হাতে অভিযুক্তকে তুলে দেন স্থানীয়রা। এই ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও ব্যাগে মধ্যে থাকা দলের কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ও মোবাইল ফোন সহ কিছু টাকা অভিযুক্তের কাছ থেকে উদ্ধার করে। এ বিষয়ে ইসলামপুর থানায় অভিযোগ দায়েন করবেন বলে স্বর্ণ জয়ন্তী দলের সদস্যরা জানিয়েছেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url