চলন্ত বাসে হঠাৎ আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা!

 *চলন্ত বাসে হঠাৎ আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা!*



আজ সকাল পৌনে ১১টা নাগাদ ভিআইপি রোডে এয়ারপোর্ট এক নম্বর রাস্তায় চলন্ত যাত্রীবাহী সরকারি বাসে আগুন লাগে এসি-র শর্ট সার্কিট থেকে। বাসটি বারাসাত থেকে গড়িয়ার দিকে যাচ্ছিল। চালকের দ্রুত সিদ্ধান্তে যাত্রীদের নিরাপদে নামিয়ে দেওয়া হয়, ফলে বড় দুর্ঘটনা এড়ানো যায়। দমকল ও পুলিশের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় কেউ আহত না হলেও এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়ায় ও যান চলাচলে বিঘ্ন ঘটে।


এয়ারপোর্ট থানার পুলিশ এবং দমদম শাখার একটি দমকল ইঞ্জিন উপস্থিত ছিল এই ঘটনায়।।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url