কাবিলপুরে মোমবাতি মিছিল, সাংসদকে ধিক্কার
কাবিলপুরে মোমবাতি মিছিল, সাংসদকে ধিক্কার
PWD রাস্তায় প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে বিক্ষোভে উত্তাল জনতা
মুর্শিদাবাদের সাগরদিঘীর কাবিলপুরে ভাঙাচোরা রাস্তা ঘিরে ক্ষোভ তীব্র আকার নিচ্ছে। ১৩ই আগস্টের গণআন্দোলনের পর বৈঠকে সাংসদ খলিলুর রহমান কাবিলপুরের রাস্তা পিডব্লিউডির আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ২৯শে আগস্ট জেলা শাসকের সঙ্গে বৈঠকে সেই আশ্বাস কার্যকর হয়নি। ফলে ক্ষোভে ফেটে পড়েছেন আন্দোলনকারীরা।
আজ সন্ধ্যা সাতটা নাগাদ কাবিলপুর বটতলা মোড় থেকে এক কিলোমিটার জুড়ে মোমবাতি হাতে ধিক্কার মিছিল করেন সুশীল সমাজ ও কাবিলপুরের আমজনতা। মিছিল শেষে টায়ার পোড়ানো হয়, শ্লোগানে ফেটে পড়েন ৮ থেকে ৮০ বছরের মানুষ।
আন্দোলনকারীদের অভিযোগ— সাংসদ খলিলুর রহমান প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। নূর ভবনে বৈঠকে তিনি নম্র ভঙ্গিতে পিডব্লিউডির আশ্বাস দিলেও, আজ ১৮০ ডিগ্রি পাল্টি মেরে দুর্ব্যবহার করেছেন এবং কাবিলপুরের রাস্তাকে আবারও ধোঁয়াশার মধ্যে রেখে দিয়েছেন।
সুশীল সমাজের বক্তব্য— “এ আন্দোলন এখানেই শেষ নয়। কাবিলপুরের রাস্তা পিডব্লিউডি না হওয়া পর্যন্ত মিছিল, ধিক্কার ও বিক্ষোভ চলবেই।”
ক্রমশ আরও উত্তপ্ত হচ্ছে কাবিলপুর।