রাস্তা থেকে উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপ

 


মালদা:- মালদা নালাগোলা রাজ্য সড়কে কেন্দ পুকুর এলাকায় রাস্তা থেকে উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপ। মালদা নালাগোলা রাজ্য সড়কের এক বেসরকারি বাসের ড্রাইভার বাস নিয়ে নালাগোলা যাওয়ার সময় কেন্দপুকুর এলাকায় রাস্তায় জমা জলে হঠাৎই দেখতে পান একটা কচ্ছপ সেই মুহূর্তে বাস চালক কচ্ছপ থেকে উদ্ধার করে নালাগোলা নিয়ে যায়।রাতেই কচ্ছপটি বিরল প্রজাতির দেখে বুঝতে পারেন রাতেই বনদপ্তরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ না হওয়ায়। আজ সকালে ওই বিরল প্রজাতির কচ্ছপটিকে, সুস্থভাবে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়।নালাগোলা স্থানীয় বাসিন্দা মানস গোস্বামী জানান, বিরল প্রজাতির কচ্ছপটি বাস চালক পেয়ে ছিলেন,সেই বিরল প্রজাতির কচ্ছপটি কে নালাগোলা বাস স্ট্যান্ডে সুরক্ষিত ভাবে রাখা হয় রাতে। আজ সকালে বনদপ্তরের সাথে যোগাযোগ করে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।এই বিরল প্রজাতির কচ্ছপটির নাম Indian Flapshell Turtle নামে পরিচিত।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url