বিপুল পরিমাণ বোমা, যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়।
আবারো বড়োসড় সাফল্য সামশেরগঞ্জ থানার। সামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ দায়িত্ব পাওয়ার পর থেকে সামশেরগঞ্জ থানা জুড়ে প্রতিনিয়ত একের পর এক সাফল্য। এলাকায় সাফল্যের প্রশংসায় পঞ্চমুখ। সামসেরগঞ্জ থানার বোগদাদনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গামভার তলার জোতকাশি গ্রামের আমবাগান থেকে মঙ্গলবার দুপুর নাগাদ উদ্ধার হলো বিপুল পরিমাণ বোমা, যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে সামসেরগঞ্জ থানার দক্ষ অফিসার এসআই দীপক কুমার দাসের নেতৃত্বে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে ৩ বালতি ভর্তি বোমা।
খবর পেয়েই এসআই দীপক কুমার দাস দ্রুত পদক্ষেপ গ্রহণ করে ঘটনাস্থল ঘিরে ফেলেন এবং বোমা স্কোয়াডকে খবর দেন। পরে বোমা স্কোয়াড এসে দক্ষতার সঙ্গে বিপজ্জনক বোমাগুলি নিষ্ক্রিয় করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দমকল বাহিনীকেও খবর দেওয়া হয়, তারাও ঘটনাস্থলে এসে পৌঁছায়।
পুলিশের প্রাথমিক অনুমান, এই বিপুল পরিমাণ বোমা বড় ধরনের নাশকতার জন্য মজুত করা হয়েছিল কি না টা খতিয়ে দেখছেন। এসআই দীপক কুমার দাসের পদক্ষেপ ও সাহসিকতার জন্য বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন এলাকাবাসী। তাঁর এই ভূমিকার জন্য এলাকাবাসীর মধ্যে এবং প্রশাসনে প্রবল প্রশংসার স্রোত বইছে।
বর্তমানে এলাকায় টহলদারি জোরদার করা হয়েছে এবং অপরাধীদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে।