নিরঞ্জন কর্মকারকে বাড়ি ভেঙে জায়গা ফিরিয়ে দেওয়ার রায় দেন মহামান্য আদালত

 


দুর্গাপুর:কাকা সুকুমার কর্মকারের জায়গা দখল করে ভাইপো নিরঞ্জন কর্মকার বাড়ি তৈরী করে আজ থেকে ৭ বছর আগে ২০১৮ সালে । সেই সময় সুকুমার কর্মকার দুর্গাপুর মহাকুমা কোটে নিরঞ্জন কর্মকারের নামে অভিযোগ করেন 83/2018 এবং সেই অভিযোগের ভিত্তিতে জায়গার কোনো সঠিক তথ্য প্রমাণ দিতে না পারায় নিরঞ্জন কর্মকারকে বাড়ি ভেঙে জায়গা ফিরিয়ে দেওয়ার রায় দেন মহামান্য আদালত  এবং তাকে ৯০ দিনের সময় দেওয়া হয় 

সেই সময়ের মধ্যে নিরঞ্জন কর্মকার বাড়ি ভেঙে জায়গা ফিরিয়ে না দেওয়াই বাড়ি ভেঙে জায়গা ফিরিয়ে দেওয়ার আদেশ দেয় দুর্গাপুর আদালত ।

আদালতের নির্দেশমতো শনিবার জেসিপি নিয়ে বাড়ি ভাঙতে আসেন দুর্গাপুর আদালতের আইনজীবীরা সঙ্গে কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী ।

বাদী পক্ষের আইনজীবী কৃষ্ণেন্দু পাল বলেন দীর্ঘ আট বছর ধরে মামলাটি চলছিল এবং মহামান্য আদালত সঠিক বিচার করে সুকুমার কর্মকারকে জায়গা ফিরিয়ে দিলেন, কারণ ভাইপো নিরঞ্জন কর্মকার সঠিক কোন তথ্য ও জমির নথি দেখাতে পারেননি তাই শনিবার পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে আদালতের নির্দেশে জায়গা ফিরিয়ে দিতে কাঁকসার বিরুডিয়া গ্রামে তাদের আসা ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url