পঞ্চায়েত সমিতির সভাপতি পদ থেকে অপসারনের নির্দেশ, এখনই পদত্যাগ নয়,

 


পঞ্চায়েত সমিতির সভাপতি পদ থেকে অপসারনের নির্দেশ, এখনই পদত্যাগ নয়, শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত: জানালেন মশিউর রহমান 


     আদিবাসীদের অভিযোগকে মান্যতা দিয়েই কি পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ সাগরদিঘী পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমানকে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্বের বৈঠকের ৪৮ ঘণ্টার মধ্যেই সাগরদিঘী পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমানকে পদ ছাড়ার নির্দেশ তৃণমূল নেতৃত্বের। বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। যদিও বুধবার রাতে মশিউর রহমান দাবি করেছেন, এখনই পদত্যাগ করছেন না তিনি। শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হবে। 


     উল্লেখ্য, সম্প্রতি সাগরদিঘির পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা আদিবাসী সম্প্রদায়ের এক মহিলাকে উদ্দেশ্য করে কুমন্তব্য করার অভিযোগ ওঠে মশিউর রহমানের বিরুদ্ধে। আর যা ঘিরেই কার্যত উত্তপ্ত হয়ে ওঠে সাগরদিঘী থানা এলাকা। দফায় দফায় বিক্ষোভ করেন মহিলারা। অবিলম্বে আদিবাসীদের কাছে ক্ষমাপ্রার্থনা করার পাশাপাশি তাকে পঞ্চায়েত সমিতির সভাপতির পদ থেকে অপসারণের দাবি তোলা হয়। এরই মাঝে মঙ্গলবার কলকাতার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ। সূত্রের খবর, সেখানেই সাগরদিঘী পঞ্চায়েত সমিতির সভাপতির পদ থেকে পদত্যাগ করতে বলা হয় মশিউর রহমানকে। সময় দেওয়া হয়েছে ৪৮ ঘন্টা। আজ সন্ধ্যায় শেষ হচ্ছে সেই সময়সীমা। তার আগেই কি পদত্যাগ করছেন মশিউর রহমান? জল্পনা তুঙ্গে। এই মুহূর্তে জঙ্গিপুর সাংগঠনিক জেলায় জোর চর্চায় সাগরদিঘী পঞ্চায়েত সমিতির সভাপতি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url