নওশাদ সিদ্দিকীর গ্রেফতারের দিনই সামশেরগঞ্জে ISF এ যোগদান প্রায় ৫০জন যুবকের।

 নওশাদ সিদ্দিকীর গ্রেফতারের দিনই সামশেরগঞ্জে ISF এ যোগদান প্রায় ৫০জন যুবকের।



সামশেরগঞ্জ:নওশাদ সিদ্দিকীর গ্রেফতারের দিনই সামশেরগঞ্জে ইনডিয়ান সেক্যুলার ফ্রন্টে (ISF) যোগ দিলেন প্রায় ৫০জন যুবক। বুধবার রাতে সামশেরগঞ্জের ডাকবাংলায় আনুষ্ঠানিকভাবে এই যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয়।


নতুন যোগদানকারীদের হাতে ISF এর পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান মুর্শিদাবাদ জেলা ISF-এর সহ সভাপতি আজমেরুল ইসলাম। তিনি বলেন, “যুবসমাজই আগামী দিনের ভরসা। তাদের হাত ধরেই ISF আরও শক্তিশালী হয়ে উঠবে।”


স্থানীয় মহলে এই ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ নওশাদ সিদ্দিকীর গ্রেফতারের দিনেই এই যোগদানকে রাজনৈতিক বার্তা হিসেবেও দেখা হচ্ছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url