ধুলিয়ান মেইন রোডে প্রতিদিন গরুর দাপাদাপি, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ।
ধুলিয়ান মেইন রোডে প্রতিদিন গরুর দাপাদাপি, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ।
ধুলিয়ান শহরের একমাত্র যাতায়াতের রাস্তা ধুলিয়ান মেইন রোড। প্রতিদিন সন্ধ্যা নামলেই এই রাস্তায় যেন নিত্য নতুন সমস্যার জন্ম দিচ্ছে একগুচ্ছ গরু। রাস্তাজুড়ে বসে থাকা কিংবা দাঁড়িয়ে থাকা এই গরুগুলোর কারণে পথচারী ও যানবাহন চালকদের ভোগান্তির শেষ নেই।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিন সন্ধ্যেবেলা অচেতনভাবে গরুগুলোকে ছেড়ে দেওয়া হয়। ফলে ব্যস্ত মেইন রোডে গরুগুলোর অবাধ চলাফেরার কারণে যানজট তৈরি হচ্ছে। সামনে দুর্গাপুজো, যেখানে প্রচুর মানুষের সমাগম ঘটবে। স্বাভাবিকভাবেই দুর্ঘটনার আশঙ্কা আরও বাড়ছে।
প্রতিদিনই এই গরুগুলোর কারণে ছোটখাটো দুর্ঘটনা ঘটছে বলে জানিয়েছেন পথচারীরা। সম্প্রতি ধুলিয়ান অনুপ নগর হসপিটাল দিক থেকে আসা গরুর পাল এবং কিছু ষাঁড়ের লড়াইয়ের ফলে এক মোটরবাইক চালক অল্পের জন্য প্রাণে বাঁচেন। স্থানীয়দের দাবি, একাধিকবার এমন বিপজ্জনক পরিস্থিতি তৈরি হচ্ছে।
অভিযোগ উঠছে, প্রশাসনের গাফিলতির কারণেই এই সমস্যা দিন দিন বাড়ছে। প্রতিদিনই পুলিশের গাড়ি ওই রাস্তা দিয়ে যাতায়াত করে, তবুও গরু মালিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। গাফিলাতি তো রয়েছে ধুলিয়ান পৌরসভা হোক বা পুলিশ প্রশাসন। না হলে দীর্ঘদিন থেকে এই অবস্থা । ধুলিয়ান পৌরসভা এলাকায় যানজট এখন নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
এক পথচারীর কথায়, “প্রতিদিন এই গরুগুলো রাস্তায় আসে। সন্ধ্যা হলেই রাস্তা প্রায় অবরুদ্ধ হয়ে যায়। দুর্ঘটনার ভয়ে আমরা আতঙ্কে থাকি। প্রশাসন যদি এখনই ব্যবস্থা না নেয়, দুর্গাপুজোর সময় পরিস্থিতি ভয়াবহ হবে।”
স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের দাবি, গরু মালিকদের দায়িত্বজ্ঞানহীন আচরণ বন্ধ করে এই সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন, নইলে সামনে দুর্গাপুজোতে ধুলিয়ান মেইন রোড দিয়ে যাতায়াত করা আরও কঠিন হয়ে পড়বে।