এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ ইস্তফা দিলেন নেপালের প্রধানমন্ত্রী! দেশ ছাড়ার চেষ্টা, উঠছে প্রশ্ন— হাসিনার পথেই কি ওলি?
এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ ইস্তফা দিলেন নেপালের প্রধানমন্ত্রী! দেশ ছাড়ার চেষ্টা, উঠছে প্রশ্ন— হাসিনার পথেই কি ওলি?
নেপালে রাজনৈতিক অস্থিরতা চরমে। ভয়াবহ গণ-বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করলেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।
বলা হচ্ছে, সরকারের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় কঠোর নিয়ন্ত্রণ আরোপের পরেই যুব সমাজ রাস্তায় নামে। বিশেষ করে, জেনারেশন Z এর নেতৃত্বে গড়ে ওঠা এই আন্দোলন চরম আকার ধারণ করে, যেখানে রাজধানী কাঠমান্ডুর রাস্তায় নেমে আসে হাজারো মানুষ।
প্রতিবাদকারীরা অভিযোগ তুলেছেন ব্যাপক দুর্নীতির, আর সরকারের অগণতান্ত্রিক আচরণে ক্ষুব্ধ জনতা সরাসরি প্রধানমন্ত্রীর বাসভবন ও অফিস ঘিরে ফেলে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে, বিক্ষোভকারীরা ওলির ব্যক্তিগত বাসভবন আগুন লাগিয়ে দেয় বলেও জানা গেছে।
এই পরিস্থিতিতে আজ (৯ই সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন কেপি শর্মা ওলি।
তবে সবচেয়ে আলোচনার বিষয়— দেশের রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ দাবি করছেন, পদত্যাগের পর ওলি নাকি দেশ ছেড়ে দুবাই পালাতে পারেন! যদিও এ বিষয়ে সরকারি কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি।
এমন অবস্থায় প্রশ্ন উঠছে— ‘হাসিনার মতোই কি পালাতে চাইছেন ওলি?’ তবে স্পষ্ট করে বলা যায়, এই দুই দেশের প্রেক্ষাপট এক নয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এমন অভিযোগ প্রমাণিত নয়, এবং নেপালের ক্ষেত্রেও পালানোর দাবি এখনো কেবল গুঞ্জনের পর্যায়ে।
বর্তমানে নেপালজুড়ে পরিস্থিতি উত্তপ্ত। ইতোমধ্যেই সরকার সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে এবং একাধিক মন্ত্রীও পদত্যাগ করেছেন।
পরবর্তী কী ঘটতে চলেছে নেপালের রাজনীতিতে— এখন সেদিকেই তাকিয়ে আন্তর্জাতিক মহল।