ইলেকট্রিক শ*টে ম*র্মা*ন্তি*কভাবে প্রা*ণ হারালেন মৌসুমী বিবি
ইলেকট্রিক শটে প্রাণ গেল মৌসুমী বিবির
এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর মুর্শিদাবাদের ডোমকল থানার নাজিরপুর এলাকা থেকে।
ইলেকট্রিক শ*টে ম*র্মা*ন্তি*কভাবে প্রা*ণ হারালেন মৌসুমী বিবি বয়স (২৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ডোমকল ব্লকের শাহবাজপুর গ্রাম থেকে বাবার বাড়ি নাজিরপুরে আসেন মৌসুমী বিবি— বাবাকে ডাক্তার দেখানোর জন্য।
সোমবার মৌসুমী বিবি বাবাকে বহরমপুর থেকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসেন। বিকেলে মেয়ের জ্বরের ওষুধ নিয়ে বাড়ির মূল গেটের পাশে বসেছিলেন তিনি। সেই সময় আচমকা গেটের লোহার গ্রিলে বিদ্যুৎ প্রবাহিত হয়ে যায়।
গ্রিলের ওপর বসে থাকায় হঠাৎই বিদ্যুৎস্পৃষ্ট হন মৌসুমী বিবি এবং সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে
।ডোমকল মহাকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। বাবার চোখে জল, “আমার মেয়ে আমাকে ডাক্তার দেখানোর জন্য এসেছিল, আর আজ সে চিরতরে চলে গেল,”— ভেঙে পড়া কণ্ঠে বলেন তিনি। মৃতার একমাত্র কন্যা সন্তান রয়েছে। মৌসুমীর বিয়ে হয়েছিল শাহবাজপুর গ্রামে, সেখান থেকেই বাবার বাড়িতে এসে ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা।
