সাইবার সচেতনতার বার্তা দিলেন ওসি সুমিত বিশ্বাস
সাগরদিঘী :জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে এবং সাগরদিঘী থানার সহযোগিতায় সাইবার অপরাধ বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক করতে শুক্রবার সাগরদিঘীর বিভিন্ন প্রান্তে বিশেষ ‘সাইবাজ’ ট্যাবলোর মাধ্যমে প্রচার অভিযান চালানো হয়। সকাল থেকেই ট্যাবলোটি গুরুত্বপূর্ণ মোড়, বাজার ও জনবহুল এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের কাছে সাইবার নিরাপত্তা সম্পর্কিত বার্তা পৌঁছে দেয়।
এদিন সাগরদিঘী মোড়গ্রামের গোপীনাথপুর এবং বালিয়া মোড়ে সরাসরি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন সাগরদিঘী থানার ওসি সুমিত বিশ্বাস। মোবাইল ফোন ব্যবহারের সঠিক পদ্ধতি, সোশ্যাল মিডিয়া ব্যবহারের সতর্কতা, অজানা লিঙ্কে ক্লিক না করা, ওটিপি বা ব্যক্তিগত তথ্য কাউকে না জানানো-এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় তিনি সহজ ভাষায় ব্যাখ্যা করেন। তাঁর আন্তরিক আচরণ ও বন্ধুত্বপূর্ণ উপস্থাপনায় গ্রামবাসীরা বিশেষভাবে উৎসাহিত হন।
পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, সাইবার প্রতারণা প্রতিরোধে মানুষকে সচেতন করা এখন সময়ের দাবি। তাই ভবিষ্যতেও এ ধরনের প্রচার ও সচেতনতা উদ্যোগ নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে। প্রশাসনের আশা, এসব প্রচারের ফলে সাধারণ মানুষ আরও সতর্ক হবেন এবং সাইবার অপরাধীদের ফাঁদ এড়িয়ে চলতে পারবেন।
