একদা ভ্রাতৃপ্রতিম বাঙালি
একদা ভ্রাতৃপ্রতিম বাঙালি:১৯৯৩ সালের জানুয়ারি। ইংল্যান্ড খেলতে এসেছে। প্রথম টেস্ট, ২৯ জানুয়ারি থেকে ফেব্রুয়ারি ২। এই কলকাতায়, ইডেনে। প্রভাকর ৪৬, তেন্ডুলকর ৫০, আজহার ১৮২, (১৯৭ বলে!) প্রথম ইনিংসে ৩৭১। ইংল্যান্ড ১৬৩ অল আউট। ফলো অন খায়। দ্বিতীয় ইনিংসে ২৮৬। শেষে হারে। বিনোদ কাম্বলি, রাজেশ চৌহানের টেস্ট অভিষেক হয়। এইসব পরিসংখ্যানের থেকেও জরুরি হয়ে ওঠে এই ছবিটি। যা ছাপা হয়েছিল আজকালের 'খেলা' পত্রিকায়। ১৯৯২, ডিসেম্বরের ভয়াবহতা পেরিয়ে এই ছবি যেন থেকে যায়। ক্রিকেট এই জন্য শুধুমাত্র ক্রিকেট নয়।
সম্বিত বসুর ওয়াল থেকে।