কাটমানিতে অভিযুক্তের শাস্তির দাবি অধীরের সাহায্য করবে কংগ্রেস হাই কোর্ট অবধি।
৩০ নভেম্বর রাতে জঙ্গিপুরের মুকুন্দপুর গ্রামে আবাস প্রকল্পে ঘর পেতে দেওয়া কাটমানির ৩ হাজার টাকা তৃণমূল নেতার কাছে ফেরত চাইতে যাওয়ায় এক প্রবীণ প্রতিবেশীকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে এক তৃণমূল নেতার বিরুদ্ধে। মৃতের নাম আতাবুল রহমান ওরফে কালু শেখ (৫৭)। গ্রামের অভিযুক্ত তৃণমূল নেতার নাম আব্দুল লতিফ ওরফে মিঠুন। পরদিন সকালে কলকাতার এক সরকারি হাসপাতালে মৃত্যু হয় আক্রান্ত কালু শেখের। ওই দিনই বিকেলে মিঠুন পুলিশের হাতে ধরা পড়ে। আপাতত জেল হেফাজতে রয়েছে সে। শুক্রবার বিকেলে জঙ্গিপুরের মুকুন্দপুর গ্রামে যান অধীর। প্রথমেই মৃত ব্যক্তির বাড়ি গিয়ে কথা বলেন তাঁর পরিবারের সঙ্গে। আশ্বাস দেন প্রয়োজনে হাই কোর্টে, যাওয়ার। গ্রামেই শোনেন, 'তৃণমূল নেতারা অনেকের কাছে এই ভাবে কাটমাটি আদায় করেছেন।' পরে গ্রামে এক সভায় তৃণমূলকে আক্রমণ করেন অধীর। বলেন, "আবাস পাওয়া গরিব মানুষের অধিকার। কেউ দয়া করছে না আপনার। কাউকে টাকা দিয়ে বাড়ি পাওয়ার চেষ্টা করবেন না। টাকা না দিলে কিভাবে টাকা আদায় করতে হয় আমি জানি। আবাস নিয়ে এখন নাম কিনতে চাইছেন দিদি আর মোদী।" তৃণমূলের আখরুজ্জামান অবশ্য জানান, অভিযুক্ত মিঠুন তৃণমূল নেতা নন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বলেছেন পুলিশকে।