সৃষ্টি বিনাশ" অরবিন্দ সরকার
"সৃষ্টি বিনাশ"
অরবিন্দ সরকার
স্বভাব কবি
বহরমপুর,মুর্শিদাবাদ।
সৃষ্টি হোক অহরহ, নতুন জীবন,
গাছপালা পশুপাখি,নয় নির্যাতন,
সবুজের সমারোহ,দৃষ্টির নন্দন,
দুবৃর্ত্তের আচরণ,প্রকৃতি নিধন।
বাঁচবার অধিকার,আইনে লিখন,
দূর্বল সবল মাঝে,হেয় সর্বক্ষণ,
অর্থের লোভ লালসা, ধ্বংসের কারণ,
বৃদ্ধাঙ্গুলি রীতি নীতি,শোনেনা বারণ।
প্রকৃতির ভারসাম্য,রক্ষা আয়োজন,
তারতম্যের ব্যাঘাতে, জীবের পতন,
পারিপার্শ্বিক অবস্থা, শঙ্কায় ভুবন,
প্রতিরোধের প্রস্তুতি, শুরু আন্দোলন।
সাম্রাজ্যবাদী শক্তির, রূপ আগ্রাসন,
বারুদের স্তুপে মেঘে,ধোঁয়া আস্তরণ।