আবারো চুরি জঙ্গীপুর থেকে টোটো
গতকাল১৯/১২/২৪ তারিখে রাত্রি ৯:৩০ সময়ে সুজাপুর থেকে big bull কোম্পানির টোটো গাড়ি নাম্বার -WB 93 -5164 চুরি হয়ে যায়। এই নিয়ে প্রত্যহ গাড়ি চুরি হচ্ছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে চুরি যাওয়া মালিকগণ তবুও সুরাহা হচ্ছে বলে অভিযোগ।