৫ বছরের নাবালিকাকে যৌ*ন নির্যাতন,যাবজ্জীবন কারাদণ্ড প্রতিবেশীর

 ৫ বছরের নাবালিকাকে যৌ*ন নির্যাতন,যাবজ্জীবন কারাদণ্ড প্রতিবেশীর 




২০১৪ সালের ১১ ডিসেম্বর। বাড়িতে সেদিন একাই ছিল ৫ বছরের ছোট্ট মেয়েটি। কাজের জন্য বাবা-মা উভয়েই বাড়ির বাইরে গিয়েছিলেন।


সুযোগ বুঝে প্রতিবেশী সুশান্ত মান্ডি শিশুটিকে মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে জঙ্গলে নিয়ে যায়। সেখানে নৃশংস যৌন নির্যাতনের পর অচৈতন্য অবস্থায় শিশুটিকে বাড়িতে পৌঁছে দিয়ে জানায়, শিশুটি "ঘুমিয়ে পড়েছে"।


কিন্তু শিশুটির শারীরিক অবনতি দেখে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। 


উক্ত ঘটনায় পুরুলিয়া জেলার বোরো থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শিশুটির বাবা।


তদন্তের ভার বর্তায় ওই থানার কর্মরত অফিসার সাব-ইন্সপেক্টর বাসুদেব সামন্তের উপর, যিনি অভিযুক্তকে গ্রেফতার করে পুঙ্খানুপুঙ্খ তদন্ত শেষে নিশ্ছিদ্র চার্জশীট জমা করেন।


সদ্য এই মামলার রায়ে মহামান্য আদালত এই ঘৃণ্য কাজের জন্য অভিযুক্তকে ১০,০০০ টাকা জরিমানা সহ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন।


Previous Post
No Comment
Add Comment
comment url