৫ বছরের নাবালিকাকে যৌ*ন নির্যাতন: ২০বছরের কারাদণ্ড প্রতিবেশীর
৫ বছরের নাবালিকাকে যৌ*ন নির্যাতন: ২০বছরের কারাদণ্ড প্রতিবেশীর
সময়টা ২৬ আগস্ট, ২০২১। বারাসাত পুলিশ জেলার দত্তপুকুর থানার ঘটনা। বিকেলে খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিল ছোট্ট শিশুটি, সেই সুযোগে প্রতিবেশী মিলন ওঝা তার উপর নৃশংস যৌন নির্যাতন চালায়।
পরদিন সকালে নাবালিকার বাবা উত্তম সাহার লিখিত অভিযোগের ভিত্তিতে মামলার তদন্ত শুরু করে দত্তপুকুর থানার পুলিশ। মামলার প্রথম দায়িত্বপ্রাপ্ত অফিসার সাব-ইন্সপেক্টর বরুণ কুমার ঘোষ তদন্ত শুরু করে অত্যন্ত তৎপরতার সঙ্গে অভিযুক্ত মিলন ওঝাকে গ্রেফতার করেন এবং পরবর্তীতে এই মামলার দ্বিতীয় তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর তাপস রায় নিখুঁত তদন্ত শেষে চার্জশীট জমা করেন।
এই ঘৃণ্য কাজের জন্য সম্প্রতি মহামান্য আদালতের রায়ে অভিযুক্ত ৫০,০০০ টাকা জরিমানা সহ ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছে।
