বধূ নি*র্যা*ত*ন ফলে আ*ত্ম*ঘা*তী গৃহবধূ ঘিরে চাঞ্চল্য এলাকা।
মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের ইকরোল গ্রামে কালু শেখ এর পুত্র সাগর শেখ এর ইসলামিক মতে তাজমীরা খাতুনের বিয়ে হয়েছিল।দুই বছর আগে, তাদের দুজনের একটি সন্তানও রয়েছে তাজমিরা পরিবারের অভিযোগ কিছুদিন থেকে তার সংসারে অশান্তি শুরু হয় তার ননদের বিয়ে ঠিক হয়েছিল এবং ননদের স্বামী বিদেশে থাকেন সেখান থেকে কিছুদিন আগে ফোন করে জিজ্ঞেস করে তার ননদ কোথায় সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন স্কুলে গিয়েছে। আর এই নিয়ে ঘটে বিপতী, কারণ ননদের যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, সেই ছেলেটি চাইতো না মেয়েটি স্কুলে যাক। আর এই কথা শোনায় তাদের পরিবারের অশান্তি নেমে আসে। এবং শাশুড়ি, শশুর এবং ননদ তার স্বামীকে ফোন করে ডাকেন বাড়িতে, বাড়িতে এসেই স্ত্রীকে শ্বাসরোধ করে খুঁন করে , তাজমীরাকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখেন এবং আত্মহত্যার চেষ্টা বলে দাবি করেন। তাজমিরা মাসির অভিযোগ আমার মেয়েকে রীতিমতো পন নেওয়ার জন্য দাবি করতেন, এবং তার বাড়ির পরিবারের লোকেরা সকলে মিলে তা দিয়েছেন।
মেয়ের পরিবার থেকে নবগ্রাম থানায় লিখিত অভিযোগ ও করা হয়।
এরপরিপ্রেক্ষিতে একটি কেসও করা হয় যার নম্বর ৬৫০/২০২৫ ডেটেড ৮ই নভেম্বর ২০২৫ সেই সূত্রে নবগ্রাম থানা 80/108/3
(5)BNS ধারায় মামলা রুজু করে মেয়েটির স্বামীকে আটক করে নবগ্রাম থানায় নিয়ে আসে, এবং বাকী তিনজনের খোঁজ ও শুরু করা হয়েছে।
পরিবার জুড়ে,এখন একটাই প্রশ্ন ১৪ মাসের সন্তান রয়েছেন কিভাবে একজন স্বামী তার স্ত্রীকে এভাবে খুন করতে পারেন। এই নিয়েও তদন্তে নেমেছেন নবগ্রাম থানার পুলিশ প্রশাসন।
মৃতদেহ সনাক্তন করে নবগ্রাম থানায় আনেন এবং সেখান থেকে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ পাঠানো হয়।।
তার মৃত্যুতে পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
