লক্ষ টাকার স্কুটার চালিয়ে ২১ লক্ষ টাকা জরিমানা! হেলমেট না পরার শাস্তির বহরে মাথায় হাত চালকের



 লক্ষ টাকার স্কুটার চালিয়ে ২১ লক্ষ টাকা জরিমানা! হেলমেট না পরার শাস্তির বহরে মাথায় হাত চালকের


     যে স্কুটারটি তিনি চালান, তার দাম মোটামুটি এক লক্ষ টাকা। কিন্তু সেই স্কুটার চালিয়ে তাঁর জরিমানা হয়েছে প্রায় ২১ লক্ষ টাকা। পুলিশের চালান দেখে হতভম্ব স্কুটারচালক। সমাজমাধ্যমে ভাইরাল ওই চালানের ছবি। তাই দেখে অবশ্য ভুল স্বীকার করেছে পুলিশ। উত্তরপ্রদেশের মুজফ্‌ফরনগর জেলার বাসিন্দা আনমোল সিঙ্ঘলের দাবি, মঙ্গলবার তিনি হেলমেট না পরে স্কুটার চালিয়ে রাস্তায় বেরিয়েছিলেন। তিনি মানছেন ভুল করেছেন। কিন্তু ভুলের মূল্য চোকাতে এত টাকা দিতে হবে?


স্কুটারচালক জানিয়েছেন, নিউ মান্ডি এলাকায় ট্রাফিক পুলিশ আটকায় তাঁকে। হেলমেট পরেননি কেন প্রশ্ন করে জবাবের জন্য আর অপেক্ষা করেননি ওই ট্রাফিক পুলিশ। দ্রুত চালান কেটে হাতে ধরিয়ে দিয়ে বলেন স্কুটারের অনেক কাগজপত্রও ঠিক নেই। এর পর চালানে চোখ বোলাতেই চক্ষু চড়কগাছে আনমোলের। করেছেন কী! ২০৭৪০০ টাকা জরিমানা! স্কুটারের দামই তো এক লক্ষ টাকা। আনন্দবাজার

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url