হোয়াটসঅ্যাপে এক ফোন কলে, কিছু বুঝে ওঠার আগেই তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও ৩৫২৭৯ টাকা।

 


আবারো প্রতারণার ফাঁদে পা দিলে নবগ্রামের এক ব্যক্তি। 


 হোয়াটসঅ্যাপে এক ফোন কলে, কিছু বুঝে ওঠার আগেই তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও ৩৫২৭৯ টাকা।


বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকায় , নিত্য নতুন ভাবেই বেড়েই চলেছে প্রতারণা, কেউ ফোন করে, তো আবার কেউ ভয় দেখিয়ে, তো কোন সময়ে লোভ-লালো ওসা দেখিয়ে প্রতারণা শিকার করা হচ্ছে।


ঠিক সেরকমই মুর্শিদাবাদ জেলার নবগ্রামের থানার কুশমোড় গ্রামে মফিজদ্দিন শেখ প্রতারণা শিকার হন।

তিনি জানান দোকানে ছিলাম হঠাৎ ব্যাংকের নাম করে whatsapp এ কল করে বলেন, আপনার ক্রেডিট কার্ডে সমস্যা রয়েছে, যে কোন সময়ে আপনার ক্রেডিট কার্ড বন্ধ হয়ে যেতে পারে, আপনি দ্রুত আপনার হোয়াটসঅ্যাপে অ্যাপস দেওয়া হল সেই অ্যাপ ইন্সটল করুন। সেই মতো ইন্সটল করা মাত্রই কিছু বুঝে ওঠার আগেই তার অ্যাকাউন্ট থেকে দুবারে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৩৫২৭৯ টাকা উধাও তিনি বুঝতে পারেন তিনি প্রতারণা শিকার হয়েছেন। সঙ্গে সঙ্গে sbi ব্যাংকের অভিযোগ জানানো হয় তারপরে নবগ্রাম থানায় দ্বারস্থ হন। 

অভিযোগের ভিত্তিতে নবগ্রাম থানা পুলিশ আশ্বাস দেন। 


কিন্তু প্রশ্ন উচ্ছে দিন দিন প্রতারণা ফাঁদ বেড়েই চলেছে, এই প্রতারণার ফাঁদ থেকে কবে রেহাই পাবে সাধারণ মানুষ, প্রশাসনের ভূমিকা নিয়ে উচ্ছে প্রশ্ন? 



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url