টয়লেট নির্মাণ প্রকল্পে প্রায় ২ লক্ষ ৯০ হাজার ৪৩ টাকা আর্থিক অনিয়মের অভিযোগ প্রধানের বিরুদ্ধে
রানীনগরের হেরামপুর পঞ্চায়েতে আর্থিক দুর্নীতির অভিযোগ মুখ্যমন্ত্রীকে— টয়লেট প্রকল্পে লক্ষাধিক টাকার অনিয়মের দাবি!
মুর্শিদাবাদ জেলার রানীনগর বিধানসভার হেরামপুর গ্রামপঞ্চায়েতে বড়সড় দুর্নীতির অভিযোগ উঠেছে। টয়লেট নির্মাণ প্রকল্পে প্রায় ২ লক্ষ ৯০ হাজার ৪৩ টাকা আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন পঞ্চায়েতেরই একাংশ সদস্যরা।
অভিযোগের তীর সরাসরি গ্রাম পঞ্চায়েতের প্রধান জুলেখা বিবি এবং নির্মাণ সহায়ক অর্পণ সিংহের বিরুদ্ধে।
অভিযোগকারীরা জানিয়েছেন, টয়লেট নির্মাণ প্রকল্পে সরকারি অর্থ অপব্যবহার করে প্রকল্পের কিছু অংশে কাজ না করেই টাকা তোলা হয়েছে।
এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রধান সচিব, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের সচিব, মুর্শিদাবাদ জেলার জেলাশাসক, ডোমকল মহকুমার মহকুমাশাসক এবং রানীনগর ১ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছেও জমা পড়েছে বলে সূত্রের খবর।
তবে অভিযোগের পরিপ্রেক্ষিতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন পঞ্চায়েত প্রধান জুলেখা বিবি। তিনি বলেন —
“যে জায়গায় টয়লেট নির্মাণের কথা ছিল, সেখানে জমি সংক্রান্ত কিছু ত্রুটি ধরা পড়ে। সেই কারণেই জায়গা পরিবর্তন করা হয়েছে। কোনো আর্থিক দুর্নীতি হয়নি। এটা নিছক রাজনৈতিক ষড়যন্ত্র — বিরোধীরা ও পঞ্চায়েতের কিছু সদস্য ইচ্ছাকৃতভাবে আমাকে এবং আমার দলকে বদনাম করার চেষ্টা করছে।”
অন্যদিকে, নির্মাণ সহায়ক অর্পণ সিংহের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ঘটনাটি ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশও দাবি করেছেন, বিষয়টি নিয়ে প্রশাসনের তরফে নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি।
এখন দেখার বিষয়, সরকারি তদন্তে ঠিক কী উঠে আসে, আর অভিযোগ প্রমাণিত হলে কী ব্যবস্থা নেয় প্রশাসন।
“স্বচ্ছ প্রশাসনের দাবি উঠছে হেরামপুর পঞ্চায়েতে — দুর্নীতির অভিযোগে নতুন বিতর্কের ঘূর্ণি রানীনগরে!”
