ধুলিয়ানে টানা বৃষ্টিতে ভিজে থাকা স্ট্রিট লাইটে বি*দ্যুৎস্পৃষ্ট হয়ে মৃ*ত্যু অষ্টম শ্রেণীর ছাত্রের

 ধুলিয়ানে টানা বৃষ্টিতে ভিজে থাকা স্ট্রিট লাইটে বি*দ্যুৎস্পৃষ্ট হয়ে মৃ*ত্যু অষ্টম শ্রেণীর ছাত্রের, শোকের ছায়া পরিবারে



        শুক্রবার সন্ধ্যায় বৃষ্টিভেজা ধুলিয়ান বিধানসরণি রোডে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। স্ট্রিট লাইটের গা ঘেঁষে রাখা সাইকেল আনতে গিয়ে বি*দ্যুৎস্পৃ*ষ্ট হয়ে মৃ"ত্যু হলো ফরাক্কার মহাদেবনগর এলাকার কিশোর আবুল হাসান (১৩)-এর। মৃত কিশোর ধুলিয়ান হাইমাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র। পাশাপাশি পড়াশোনার ফাঁকে ধুলিয়ানের একটি সাইকেলের দোকানে কাজ করত সে। প্রতিদিনের মতো শুক্রবার দোকানে কাজ শেষ করে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল। বৃষ্টি কমতেই নিজের সাইকেল আনতে যায় স্ট্রিট লাইটের নিচে। সেখানেই ঘটে বিপত্তি। বিদ্যুতায়িত খুঁটির স্পর্শে ত*ড়িতাহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আবুল। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ধুলিয়ান হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের পাঁচ ভাই ও পাঁচ বোনের মধ্যে চতুর্থ সন্তান আবুলের অকালমৃত্যুতে মা-বাবা অসহায় হয়ে পড়েছেন। সামসেরগঞ্জ থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url