সুতিতে আইসিআইসিআই ব্যাঙ্কের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ — কাস্টমারের সোনা বিক্রির অভিযোগে চাঞ্চল্য!



সুতি, মুর্শিদাবাদ:সুতির অরঙ্গাবাদ এলাকায় অবস্থিত আইসিআইসিআই ব্যাঙ্কের বিরুদ্ধে তীব্র প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগ, কাস্টমারের সোনা না জানিয়ে বিক্রি করে দিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

অভিযোগকারীর নাম সাহিল আলম। তিনি জানান, ২০২১ সালে তাঁর বাবা ব্যাঙ্কে দুইটি সোনার ঘড়ি জমা দিয়ে ৫০ হাজার টাকা ঋণ নেন। সেই সময় সোনার মোট মূল্য ছিল প্রায় ১ লক্ষ ৪৭ হাজার টাকা। সাহিল আলমের দাবি, তাঁর বাবা সুদের টাকা হিসেবেও দু’দফায় ১৪ হাজার করে মোট ২৮ হাজার টাকা জমা করেছেন।

কিন্তু পরে সোনা ফেরত নিতে ব্যাঙ্কে গেলে, ব্যাঙ্কের ম্যানেজার জানিয়ে দেন— “আপনার সোনা বিক্রি হয়ে গেছে।” এতে বিস্মিত সাহিল আলম প্রশ্ন তোলেন, “আমাদের কোনো নোটিশ বা পূর্বজানানো ছাড়াই কীভাবে আমাদের সোনা বিক্রি করা হলো?”

তিনি আরও বলেন, সরকারি নিয়ম অনুযায়ী ব্যাঙ্ক কর্তৃপক্ষকে কাস্টমারকে আগেই জানাতে হয় যে, ঋণ পরিশোধের সময়সীমা শেষ হয়েছে এবং সোনা বিক্রির আগে নোটিশ দিতে হয়। কিন্তু তাঁদের ক্ষেত্রে সেই প্রক্রিয়া মানা হয়নি বলেই অভিযোগ।

সাহিল আলম আরও জানান, ব্যাঙ্ক ম্যানেজারের সঙ্গে কথা বলতে গেলে তাঁকে মারধরের হুমকি দেওয়া হয়। ম্যানেজার নাকি বলেন, “ভালো চাও, তাহলে এখান থেকে চলে যাও, নাহলে এখান থেকে বের হতে পারবে না।” এক মাস ধরে ঘুরেও কোনো সমাধান মেলেনি বলে দাবি করেন সাহিল।

সাহিল আলমের অভিযোগ, এই ব্যাঙ্কে একের পর এক গ্রাহকের সঙ্গে এ ধরনের প্রতারণা চলছে। সাহিল আলম জানান, “আমরা আইনগত পথে হাঁটব এবং ন্যায়বিচার চাই। সাধারণ মানুষকে অনুরোধ করছি — সোনা রেখে লোন নেওয়ার আগে ভালো করে যাচাই করে নিন, কারণ এখানে চিটিংবাজি চলছে।”

এ ব্যাপারে ব্যাঙ্ক কর্তৃপক্ষের কোনও সরকারি প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url