আবারো জঙ্গিপুর বিধানসভায় প্রায় ২৫০ জন যোগ দিল আই এস এফ এ।

 আবারো জঙ্গিপুর বিধানসভায় প্রায় ২৫০ জন যোগ দিল আই এস এফ এ।



মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর বিধানসভার রানীনগর মাঠ পাড়ার ২৩২ নম্বর বুথের প্রায় ২৫০ জন কর্মী সমর্থক T M C   ছেড়ে ISF যোগদান করিলেন ।  বুথ সভাপতি সুখচান সেক নেতৃত্বে যোগ দিলেন ২৫০ জন ইন্ডিয়ান সেকুলার ফন্টে। আজকের সভায় উপস্থিত ছিলেন জঙ্গিপুর বিধানসভার সভাপতি রবিউল শেখ উপস্থিত ছিলেন জঙ্গিপুর বিধানসভার সহ সভাপতি ইন্তাজ শাহাদাত উপস্থিত ছিলেন সম্পাদক বারুল মাস্টার উপস্থিত ছিলেন কার্যকারি সভাপতি পিন্টু শেখ সহ আরো অনেকেই। বিধায়ক নওশাদ সিদ্দিকী মুর্শিদাবাদের পা রাখতে একের পর এক যোগ দিচ্ছেন আই এস এফ এ  শক্ত হচ্ছে মুর্শিদাবাদের মাটি তৈরি হচ্ছে আই এস এফ এর ঘাঁটি। দূর্বল হচ্ছে তৃণমূল কংগ্রেস ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url