চা না দেওয়াকে কেন্দ্র করে উ*ত্তে*জ*না! সালারে মানসিক ভারসাম্যহীন যু*বকে*র মৃ*ত্যু*তে* তোলপাড় এলাকা
চা না দেওয়াকে কেন্দ্র করে উ*ত্তে*জ*না! সালারে মানসিক ভারসাম্যহীন যু*বকে*র মৃ*ত্যু*তে* তোলপাড় এলাকা
মুর্শিদাবাদ জেলার সালার থানার লাইব্রেরি পাড়া এলাকায় এক মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
মৃত যুবকের নাম ফিরোজ শেখ, বয়স আনুমানিক ৩৯ বছর।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,
মঙ্গলবার সকাল নাগাদ ফিরোজ শেখ একটি চায়ের দোকানে চা চাইতে গেলে,
দোকানদার চা দিতে অস্বীকার করেন।
এরপর দুজনের মধ্যে বচসা বাঁধে।
স্থানীয়দের দাবি, দোকানদার চা দোকানের বাইরে গিয়ে ফিরোজকে চড়-থাপ্পড় মারেন,
এরপর কিছুক্ষণ পর চা দোকান এলাকায়
তাকে মাটিতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয় ও সালার থানার পুলিশ দ্রুত তাকে সালার রুরাল হাসপাতালে নিয়ে গেলে
কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি,
যদিও পরিবারের দাবি অনুযায়ীই প্রাথমিকভাবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সালার থানার পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে একজনকে আটক করেছে
এবং তদন্ত শুরু করেছে।
দেহটি পাঠানো হয়েছে কান্দি মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য।
মৃত্যুর কারণ আঘাতের ফল কিনা, নাকি অন্য কোনো শারীরিক অসুস্থতার জেরে,
তা ময়নাতদন্তের রিপোর্টের পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
এই ঘটনায় গভীর শোক নেমে এসেছে পুরো সালার লাইব্রেরি পাড়া এলাকায়।
স্থানীয়দের দাবি — ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক,
যাতে প্রকৃত সত্য প্রকাশ্যে আসে।
