পুরাতন শত্রুতার জেরে এক পাথর ব্যবসায়ীকে আগ্নেয়া*স্ত্র দিয়ে গু*লি* করে খু*ন।*
পুরাতন শত্রুতার জেরে এক পাথর ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে খুন। জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে মৃত ব্যক্তির দেহ। চাঞ্চল্যকর ঘটনা ঝাড়খন্ড রাজ্যের পাকুরের লক্ষণপুড়ে। মৃত ব্যবসায়ীর নাম মকবুল শেখ। তার বাড়ি ঝাড়খণ্ডের পাকুর জেলার মফসসল থানার অন্তর্গত লক্ষণপুর গ্রামে। জানা গিয়েছে, এদিন পাকুরের লক্ষণপুর গ্রামে পাশের একটি চায়ের দোকান সংলগ্ন এলাকায় বসেছিলেন মকবুল শেখ। সে সময় হঠাৎই আগ্নেয়াস্ত্র নিয়ে এসে স্থানীয় লালন শেখ এবং আরো কয়েকজন দুষ্কৃতী মকবুল শেখকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। গুলিবিদ্ধ হয়ে তড়িঘড়ি স্থানীয় হাসপাতলে নিয়ে যাওয়া হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরিবারের লোকজন তাকে প্রতিবেশী রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের জঙ্গিপুর মহকুমা হাসপাতাল নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মকবুল শেখের। পাকুর থানার পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। দেহ উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
