বিধবা-জল-বৃক্ষ

 



বিধবা-জল-বৃক্ষ 

মোহাম্মদ সাদউদ্দিন 


পাহাড় ভেঙে নদী মার মার করে 

ছুটে চলে কোনো এক সভ্যতার কাছে

মেঘ ভেদ করে সকালের সূর্য ঠিকরে পড়ে

তরুণী-বিধবার কুঁড়ে ঘরের চালে 

অর্ধেক আকাশ নামক প্রবাদ বাক্য হয়তো বা

তার কোনো সহচারিনী।


সন্ধ্যার প্রথম পূর্ণিমা চাঁদ তার কিরণ নিয়ে

মাঝমাঠে এক পুকুরের জলে আছড়ে পড়ে

আমাদের সভ্যতার ধারকের কাছে

তার বলিষ্ট প্রেম নিবেদন।


সপ্তম আসমানের তারাদের মিতালি 

আমাবস্যার রাতে বৃদ্ধ বটবৃক্ষের উপর 

আশ্রয় নেয় 

আমাদের একটি শতাব্দীর মতো 

এই সব তারারাজি প্রকৃতির সঙ্গে 

প্রেম প্রেম খেলা করে 

আমাদের প্রেমের ডেরা তো

বিধবা-জল-বৃক্ষ। 


কলকাতা, ২১.১২.২০২৪

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url