উত্তর মুর্শিদাবাদ জেলা ভাগের দাবিতে জঙ্গিপুর SDO অফিসে ডেপুটেশন





জঙ্গিপুর :উত্তর মুর্শিদাবাদ জেলা ভাগের দাবিতে জঙ্গিপুর SDO অফিসের সামনে জেলা সংগ্রাম সমিতির হাসানুজ্জামান বাপ্পার দশ হাজার মানুষ নিয়ে বিরাট জন সমাবেশ! একটা সময় বাংলা বিহার ওড়িশার রাজধানী ছিল ঐতিহ্যবাহী মুর্শিদাবাদ জেলা!এই মুর্শিদাবাদে বর্তমানে এককোটি ছুঁই ছুঁই মানুষের বসবাস! স্বাধীনতার এত বছর পরেও শিক্ষা,স্বাস্থ্য থেকে বঞ্চিত জেলা বাসি! রাজ্যে সরকারের পালা বদল হয়েছে একের পর এক তবে ভাগ্যের পরিবর্তন হয়নি আজও মুর্শিদাবাদ বাসীর! গড়ে উঠেনি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় এবং একের অধিক মেডিক্যাল কলেজ বঞ্চনার উপর বঞ্চনা অবধারিত জেলা বাসীর ভাগ্যে!শুধু তাই নয় একাধারে গঙ্গা এবং পদ্মা ভাঙনে জর্জরিত মন্দির,মসজিদ,স্কুল কলেজ থেকে শুরু করে তিলে তিলে গড়ে তোলা স্বপ্নের বাড়ি থেকে চাষ যোগ্য জমি টুকুও তলিয়ে যাচ্ছে নদীর গর্ভে! জেলা জুড়ে বেড়ে চলেছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা!নেই শিল্প কলকারখানা ও কর্মসংস্থানের ব্যবস্থা! মুর্শিদাবাদ আলীগড় মুসলিম বিশ্ব বিদ্যালয় ক্যাম্পাস এর প্রতি বঞ্চনা কেন্দ্র ও রাজ্য সরকারের! এই সমস্ত বঞ্চনার বিরুদ্ধে ২০১৭ সালে গড়ে উঠেছে জেলা সংগ্রাম সমিতি! জেলা সংগ্রাম সমিতির সম্পাদক খরীবনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামান বাপ্পার উদ্যোগে উত্তর মুর্শিদাবাদ জেলা ভাগের দাবিতে উঠেছে আওয়াজ! হাসানুজ্জামান বাপ্পা বলেন ২০২২ সালের ১ আগস্ট রাজ্যের মুখ্যমন্ত্রী জেলা ভাগের ঘোষণা করলেও তা কার্যকর করেনি আজও!অবিলম্বে দাবি পূরণের দাবিতে জঙ্গিপুর মহকুমা জুড়ে শুরু হয়েছে জোরদার আন্দোলন! বেশ কয়েক বছর ধরেই জেলা ভাগের দাবিতে একের পর এক লাগাতার জেলা সংগ্রাম সমিতির উদ্যোগে সাইকেল মিছিল,বৃক্ষদান,গণ স্বাক্ষর গান্ধী জয়ন্তীতে সত্যাগ্রহ আন্দোলন,পালিত হয়!তার পাশাপশি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়! এছাড়াও ২৩ সে ডিসেম্বর সোমবার জঙ্গিপুর মহকুমা শাসক দপ্তরের সামনে ১০ হাজার মানুষের ঐতিহাসিক জমায়েত করে উত্তর মুর্শিদাবাদ জেলা ভাগের দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে হাসানুজ্জামান বাপ্পা গর্জে উঠে বলেন এটি কোনো খয়রাতি নয় আমাদের অধিকার! জঙ্গিপুরের মাটিতে গড়ে তোলা হয়েছে নতুন সার্কিট হাউস ও জেলা পরিষদ ভবন তারপরেও কেনো বঞ্চনা উঠছে একের পর এক প্রশ্ন! জনসমাবেশের মধ্যেই জঙ্গিপুর মহকুমা শাসক দপ্তরে জেলা সংগ্রাম সমিতির ৬ জনের প্রতিনিধি দল মহকুমা শাসক এ কাম যে সিং এর হাতে তুলেদেন স্বারক লিপি! স্মারকলিপি প্রদান শেষে হাসানু জ্জামান বাপ্পা বলেন যতক্ষণ পর্যন্ত সরকারি গেজেট আকারে বিজ্ঞপ্তি প্রকাশনা হচ্ছে উত্তর মুর্শিদাবাদ জেলার দাবিতে আমাদের আন্দোলন চলবে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url