সরকারি জায়গা নয়নজলি ভরাট, মাটি মাফিয়াদের



 নিউজ ডেস্ক: বহরমপুরের নিয়াল্লিশপাড়া অঞ্চলের ফতেপুর বাস স্টেশনের পিছনেই মাটি মাফিয়াদের দৌড়ত্ব আবারো সামনে এলো। নয়নজলি ভরাট করেই সরকারি জায়গায় রাতের অন্ধকারে মাটি ভরাটের অভিযোগ উঠল। কে বা কারা করছে ক্ষোভ প্রকাশ স্থানীয়দের।

স্থানীয়দের অভিযোগ, ফতেপুর বাস স্ট্যান্ড এর পেছনে একদিকে নয়নজলিতে জমে থাকা জল ব্যবহৃত হয় চাষীদের কাজে, সেই নয়নজলি সহ সরকারি জায়গাতে ভরা হচ্ছে মাটি। এর ফলে জল নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় এলাকাবাসী। কিন্তু রাতের অন্ধকারে কে বা কারা করছে নজর দিক প্রশাসন, দ্য স্থানীয়দের।  অন্যদিকে গ্রাম্য রাস্তা দিয়ে ওভারলোড মাটি গাড়ি নিয়ে যাওয়া আসার ফলে ভেঙে যাচ্ছে রাস্তা।। কার্যত মুখ্যমন্ত্রী নির্দেশকে অমান্য করেই গ্রাম্য রাস্তায় ওভারলোড নিয়ে গাড়ি নিয়ে যাওয়ায় ফেটে ভেঙে যাচ্ছে ঢালাই রাস্তা। যা নিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ।

অন্যদিকে এই ঘটনা নিয়ে নবগ্রামের বিধায়ক বলেন আমরা দেখছি বিষয়টি তবে সাধারণ মানুষকেও এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সজাগ হতে হবে, এবং অভিযোগ করতে হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url