দুই অঞ্চলের সত্তর লক্ষ টাকার শিলান্যাস করলেন MLA আখরুজ্জামান
রঘুনাথগঞ্জ বিধানসভায় জেলা পরিষদের তত্ত্বাবধানে মিঠিপুর ও সেকেন্দ্রা পঞ্চায়েতে প্রায় ৭০ লক্ষ টাকার ব্যয়ে ঢালাই রাস্তা ও ড্রেন এর শুভ শিলান্যাস করলেন মন্ত্রী আখরুজ্জামান। উপস্থিত ছিলেন জেলে পরিষদের সদস্য বজলুর রহমান, মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের সভাপতি এমদাদুল হক, প্রধান রুমা দাস ও সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের প্রধান পারভীন খাতুন, পঞ্চায়েত সভাপতি মোতাহার হোসেন অন্যান্য মান্যগুনো ব্যক্তিত্ব।