হারিয়ে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মোবাইল ফিরিয়ে দিলো পুলিশ।
রবিবার সকাল রঘুনাথগঞ্জের উমরপুর হাটে এসে মোবাইল হারিয়ে ফেলেন এক মহিলা। মোবাইল হারিয়ে কার্যত চরম অসুবিধার পড়েন তিনি। বিষয়টি নজরে আসতেই রঘুনাথগঞ্জ ট্রাফিক গার্ডের অফিসারদের কাছে মোবাইলের খবর আসে। ততক্ষনাত মোবাইলটি উদ্ধার করে ট্রাফিক অফিসে নিয়ে আসা হয়। তারপরেই মহিলার সঙ্গে যোগাযোগ করেন ট্রাফিক গার্ড অফিসাররা। সঙ্গে সঙ্গে হারিয়ে যাওয়া মোবাইলটি ফেরত পান তিনি। দ্রুততার সঙ্গে হারিয়ে যাওয়া মোবাইল ফেরত পেয়ে খুশি হন সেই মহিলা। খুশি ট্রাফিক পুলিশের অফিসার ও কর্মীরা।