শুভ উদ্বোধন হয়ে গেল আলিশান মার্বেল শোরুম ও আলিশান সিটির!
জঙ্গিপুরের বুকে নতুন বছরে যেন নতুনত্ব এবার নবরূপে ও নতুন আঙিনায় সাধারন মানুষের সুবিধার্থে আলিশান মার্বেল শোরুম ও আলিশান সিটির শুভ উদ্বোধন হয়ে গেল অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে!
আর এই উদ্বোধন উপলক্ষে সকাল সকাল রাধাকান্তপুর মোড় থেকে আলিশান মার্বেল টাইলস শোরুম পর্যন্ত দীর্ঘ ৪ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়! উক্ত ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ফিটনেস গ্রুপের মোট ২৫ জন কিশোরী! তাদের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী প্রতিযোগিনীদের মাঝে পুরস্কার বিতরণী করা হয় এবং অন্যান্য প্রতিযোগিনীদের মাঝে সান্তনা পুরস্কার দেওয়া হয়! বিঃদ্রঃ:একই ছাদের তলায় আপনার হাতের নাগালেই দেশি-বিদেশি চক্ষু চমক নানান মার্বেল টাইলস স্যানিটারি সামগ্রী! মুর্শিদাবাদের মাটিতে এই প্রথম মার্বেল জগতের এই বিশাল শোরুম তবে শোরুম বিশাল হলেও ভয় নেই মধ্যবিত্তদের!
মধ্যবিত্তদের কথা ভেবে থাকছে সর্বপ্রকার সুবিধা! কেনাকাটার ওপরে থাকছে আকর্ষণীয় উপহার ও ছাড়!
পাশাপাশি জঙ্গিপুরের মাটিতে এই প্রথম গড়ে উঠছে আলিশান সিটি ১৬ ফুট বিশিষ্ট চওড়া রাস্তা দুই ধারে সবুজ মোররম প্রকৃতির পরিবেশ এবং আলিশান সিটি মসজিদ!
তাই মধ্যবিত্তদের স্বপ্নকে বাস্তবায়িত করতে এই উদ্যোগ গ্রহণ করেছেন বিশিষ্ট উদ্যোগপতি সমাজসেবী আলিশান মার্বেল শোরুম ও আলিশান সিটির কর্ণধার ওমর আলী!এই দিনের উদ্বোধনী অনুষ্ঠান থেকে কি বার্তা দিলেন তিনি চলুন শুনে নেওয়া যাক!