রাজ্য সড়কে ভয়াবহ পথ দূর্ঘটনায় মৃতু -১
সুতি থানা সংলগ্ন এলাকায়, সুতি রাজ্য সড়কে ভয়াবহ পথ দূর্ঘটনা।দূর্ঘটনায় মৃত্যু হলো ফরাক্কার অর্জুনপুরের যুবক বছর ৪০ এর মাসুদ আনসারি । রবিবার বেলা ১০ টা নাগাদ সুতি থানা পাসেই আলিশ লজ সংলগ্ন সুতি রাজ্য সড়কের ঘটনা।। জানা গিয়েছে এদিন বিয়ে বাড়িতে ক্যামেরার কাজ করতে যাওয়ার পথে গ্যাস সেলেন্ডার বোঝায় টোটোর ধাক্কায় মৃত্যু হলো মোটর বাইক চালকের। ঘটনায় জখম আরো এক মোটর বাইক আরোহী।
ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্যর সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে যায় সুতি থানা পুলিশ। মৃত্যু দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠায়। জখম ব্যাক্তি কে উদ্ধার করে ভর্তি করা হয় সুতির মহেশাইল ব্লক হাসপাতালে।
ঘাতক টোটো গাড়িটি কে আটক করেছে সুতি থানা পুলিশ।