কবিতা:অন্তরাত্মার আত্মকথন




 *অন্তরাত্মার আত্মকথন*

     *মুনমুন মিত্র*


সংকল্প ছিল দৃঢ়তার,

হাতে হাত রেখে এগোবার,

আত্মার বন্ধনে বাঁধলে যে মোরে,

জনম জনম ধরে বিশ্বস্ততার।

পলক ফেলিতে হই একাকার,

জীবন যুদ্ধে জোয়ার আনিবার।

মরণ যদি আসে অনিবার

দুটি হৃদয়ের যৌথ প্রবেশাধিকার।

ভগ্নহৃদয়ে মগ্ন হয়ে ভাঙনের তীরে গড়নের অঙ্গীকার।

তীব্র যদি হয় আবেগ,

মিলন আকাঙ্খায় আত্মার পূর্ণ অধিকার।

হৃদয় স্পর্শে শ্রদ্ধার আঙিনায়

হাস্যমুখে স্নেহ-চুম্বনের ছায়।

বন্ধুত্বে তব পথচলার সূচনাদ্বয়,

অন্তরাত্মার তৃপ্তিতে ভালোবাসার পূর্ণ সমুদয়।

ভালোবেসে ভালো রেখো এই কথার ই হোক জয়।

পারস্পরিক মেলবন্ধনে অটুট থাক দাম্পত্যের শুভ পরিণয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url