পদ্মশ্রী মঃ রফির জন্ম শতবার্ষিকী উদযাপন
RAINBOW,The Society For Social,Education & Cultural Development-Jangipur এর পরিচালনায় শতবর্ষের আলোকে কিংবদন্তী সংগীত-শিল্পী-পদ্মশ্রী মঃ রফির জন্ম শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান সহ আরো মান্যগণ্য ব্যাক্তিত্ব।