শিশুকে লোভ দেখিয়ে ধর্ষণ গ্রেফতার এক জন
জঙ্গিপুর :ফের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল মুর্শিদাবাদের একটি এলাকায়। অভিযোগ, মঙ্গলবার খেলনা ও কেক দেওয়ার নাম করে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ৬ বছরের শিশুটিকে ধর্ষণ করে বছর ৬০ বয়সের এক ব্যক্তি। ওইদিন সন্ধেয় শিশুটির পরিবারের তরফে স্থানীয় থানায় ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করা হয়। তারপরই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। 'নির্যাতিতা' শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার পুলিশ ধৃতকে জঙ্গিপুর আদালতে। হাজির করে। দিন কয়েক আগেই এক নাবালিকা কে গণধর্ষণ করে খুনের ঘটনায় এক জনকে ফাঁসির সাজা আরেক জনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে জঙ্গিপুর আদালত। তার পরেও আটকানো যাচ্ছে না শিশু- নাবালিকাদের উপর অত্যাচার। 'নির্যাতিতা' শিশুর পরিবার সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন দুপুরে শিশুটি তার দু'-তিন জন বন্ধুর সঙ্গে বাড়ির সামনেই খেলা করছিল। সেই সময় অভিযুক্ত প্রতিবেশী তাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায় ক্রিসমাস উপলক্ষে খেলনা ও কেক দেওয়ার লোভ দেখিয়ে। শিশুটি তার সঙ্গেই ওই বাড়িতে যায়। অভিযোগ, সেই সময় বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে শিশুটিকে ধর্ষণ করে অভিযুক্ত ব্যক্তি। অভিযোগ, বাড়িতে জানালে শিশুটিকে মেরে ফেলারও হুমকি দিয়ে অভিযুক্ত। বাড়ি ফিরে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পরে তার মাকে সে সব কথা জানায়। শিশুর বাড়ির লোক রাতেই থানায় অভিযোগ করেন। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, এর আগেও ওই প্রৌঢ়ের বিরুদ্ধে একাধিক মহিলার 'শ্লীলতাহানি' অভিযোগ উঠেছে।