কবিতা -নীরব সঙ্গীহীন

  



কবিতা -নীরব সঙ্গীহীন

কবি -মোহাম্মদ সাদউদ্দিন 


ঐ দেখা যায় মোড়লপুকুরের তেঁতুল গাছের ছায়া 

চারিদিকেতে বাঁশবাগান আর বাবলা গাছের কায়া।

বাড়িগড়ি সুঁড়িগড়ি আরেক পাশে গোঁড়া

নিদ্রায় আছে মুর্দারা সব তোল উপরে হাত জোড়া।

মোড়লপুকুরের একদিকেতে আজান-ধ্বনি শুনি

ওপারেতে মন্দির-কাঁসর হয় যে প্রতিধ্বনি।

আমবাগান জামবাগান-তালবাগান কত

মিলেমিশে আছে ওরা আপনজনের মতো।

সারাদিন তো এইভাবে চলে যায় প্রতিদিন

সাঁঝের পরে পড়ে থাকে সব নীরব সঙ্গীহীন ।।


কলকাতা, ১৮.১২.২০২৪

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url