কবিতা -নীরব সঙ্গীহীন
কবিতা -নীরব সঙ্গীহীন
কবি -মোহাম্মদ সাদউদ্দিন
ঐ দেখা যায় মোড়লপুকুরের তেঁতুল গাছের ছায়া
চারিদিকেতে বাঁশবাগান আর বাবলা গাছের কায়া।
বাড়িগড়ি সুঁড়িগড়ি আরেক পাশে গোঁড়া
নিদ্রায় আছে মুর্দারা সব তোল উপরে হাত জোড়া।
মোড়লপুকুরের একদিকেতে আজান-ধ্বনি শুনি
ওপারেতে মন্দির-কাঁসর হয় যে প্রতিধ্বনি।
আমবাগান জামবাগান-তালবাগান কত
মিলেমিশে আছে ওরা আপনজনের মতো।
সারাদিন তো এইভাবে চলে যায় প্রতিদিন
সাঁঝের পরে পড়ে থাকে সব নীরব সঙ্গীহীন ।।
কলকাতা, ১৮.১২.২০২৪