জঙ্গিপুর পৌরসভার ১নং ওয়ার্ডে কমিউনিটি হল এবং ICDS CENTRE এর শুভ শিলান্যাস ও শীত বস্ত্র বিতরন
জঙ্গিপুর বিধানসভা জঙ্গিপুর পৌরসভার ১নং ওয়ার্ডে কমিউনিটি হল এবং ICDS CENTRE এর শুভ শিলান্যাস ও শীত বস্ত্র বিতরন
করলেন বিধায়ক জাকির হোসেন ।
বিধায়ক জাকির হোসেন কে পেয়ে মানুষ উৎসাহিত হলো ও ভরে উঠলো ময়দানে খুশির হাওয়া।উপস্থিত ছিলেন জঙ্গিপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরী ,টাউন সভাপতি ফিরোজ শেখ ,অঞ্চল সভাপতি খায়রুল ইসলাম ও এক গুচ্ছো কাউন্সিলরগণ ও এলাকার উলামায়ে কেরাম সম্মানীয় ব্যক্তিগণ। দুস্থ ও সাড়ে কক্ষমতা মানুষরা বস্ত্র পেয়ে আনন্দে উৎফুল্ল ও খুশি জাহির করে বলেন যে এদিন আমরা ব্ল্যাঙ্কেট পেয়ে এই শীতকালটা অনায়াসে পার করতে পারব এবং আগামী কয়েক বছর এটা ব্যবহার হবে ,এটা পেয়ে আমরা খুবই খুশি। এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বলেন যে ভবিষ্যতে আমরা এ ধরনের সামাজিক কাজ করে যাব মানুষের পাশে আছে পাশে থাকবো।