আবাস যোজনার বাড়ি ফিরিয়ে দিলেন রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের বাসিন্দা তৈবুর শেখ
মুর্শিদাবাদের জঙ্গিপুর রঘুনাথগঞ্জ দু'নম্বর ব্লকের অন্তর্গত সেখালিপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তৈবুর শেখ নিজের ভাঙ্গা বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনায় নাম আছে সেই ২০১৮ সাল থেকে চেষ্টা করেছে যাতে করে আবাস যোজনায় নাম আছে এবং শখের ঘর তৈরি করতে পারে কিন্তু কালের ক্রমে কেটে গেছে অনেক বছর পরিশেষে কৃষি কাজে যুক্ত তৈবুর শেখ নাম দেখতে পেয়ে সে নিজ ইচ্ছায় আবাস যোজনা থেকে নাম কাটাতে বিডিও অফিস হাজির হয় এবং তার কারণ জানতে চাইলে অবাক করার মতো চাঞ্চল্যকর তথ্য ফুটে ওঠে সে জানায় যে এত বছর পর নাম এসেছে আমি কৃষি কার্যকরী এবং পাশাপাশি দুই একটা কাজ করছি। আমার অবস্থা সচ্ছল। আমি নিজেই বাড়ি বাড়াতে পারবো। আমার জায়গায় কোন গরিব দুঃস্থ মানুষকে বাড়ি পাইয়ে দিলে আমি বেশি খুশি হব। অথচ আমরা তার বর্তমান বাড়ির দেখতে গিয়ে দেখলাম যে তার বাড়ির পাকা নয়। তালি ও বাঁশ দিয়ে তৈরি এখনো বর্তমান।