মন্দিরের তালা ভেঙে বিগ্রহের গহনা চুরি ঘিরে চাঞ্চল্য*
পূর্ব বর্ধমান, নাদনঘাট - আবারো নাদনঘাট থানা এলাকায় মন্দিরের তালা ভেঙে বিগ্রহের গহনা সহ চুরি একাধিক জিনিস।
ঘটনাটি ঘটেছে পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নাদন ঘাট থানার অন্তর্গত নসরতপুর পঞ্চায়েতের সাধুপাড়া রাধাগোবিন্দ মন্দিরে। আজ সকালে মন্দির খোলার সময় মন্দিরের পূজারী প্রথম ঘটনাটি লক্ষ্য করেন। তিনি জানান সকালে মন্দিরে এলে তিনি মন্দিরের দরজা কিছুটা খোলা অবস্থায় দেখতে পান। এরপরে মন্দিরের ভিতরে ঢুকে তিনি লক্ষ্য করেন বিগ্রহের চূড়া, বাঁশি, টিকলি কিছুই নেই। এছাড়াও ক্যাশ বাক্স সহ মন্দিরের বাসনপত্র ও চুরি হয়েছে বলে জানান তিনি। ঘটনাটি দেখার পরে তিনি বিষয়টি আশেপাশের লোকজনকে জানান । মন্দিরের তালা ভেঙে চুরির ঘটনায় হতবাক মন্দিরের পূজারী থেকে এলাকাবাসী। উল্লেখ্য এই নিয়ে বিগত কয়েক মাসে নাদনঘাট থানা এলাকায় বেশ কয়েকটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে।