ওয়াকফ বিলের বিরোধিতা ও মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে শেখপাড়ায় এসডিপিআই-এর বিক্ষোভ সমাবেশ
১১ জানুয়ারি ২০২৫, শেখপাড়া: আজ মুর্শিদাবাদ জেলার রানীনগর বিধানসভার শেখপাড়া বাসস্ট্যান্ডে সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়ার উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত ওয়াকফ বিলের বিরোধিতা করা হয় এবং রাজ্যের শিক্ষাব্যবস্থা ও মুসলিম সমাজের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কার্যকলাপের তীব্র নিন্দা জানানো হয়।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সাধারণ সম্পাদক হাকিকুল ইসলাম বলেন, "ওয়াকফ সম্পত্তি মুসলিম সমাজের ঐতিহ্য ও অস্তিত্বের সঙ্গে গভীরভাবে জড়িত। এই সম্পত্তি দখলের ষড়যন্ত্র কখনো মেনে নেওয়া হবে না, এই সম্পত্তিকে রক্ষার্থে এসডিপিআই যেকোনো মূল্য দিতে প্রস্তুত। " তিনি আরও বলেন, "সিপিআইএম, কংগ্রেস এবং তৃণমূল দীর্ঘদিন ধরে ওয়াকফ সম্পত্তি নিজেদের স্বার্থে বেআইনি জবরদখল করতে মদদ দিয়েছে।রাজ্যের শিক্ষাব্যবস্থার বেহাল দশা তুলে ধরে রাজ্য সহ-সভাপতি মোঃ সাহাবুদ্দিন বলেন, "সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উন্নয়নে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থা কর্পোরেটদের হাতে তুলে দেওয়া হচ্ছে। জনগণ সচেতন না হলে কিছু দিনের মধ্যেই দেশের ৯৮ শতাংশ মানুষ সর্বক্ষেত্রে কর্পোরেটদের অধীনস্থ হয়ে পড়বে।"
দক্ষিণ মুর্শিদাবাদ জেলা সভাপতি মাসুদুল ইসলাম বলেন, "মাদ্রাসাগুলোকে জঙ্গি তৈরির কেন্দ্র হিসেবে অপপ্রচার এবং মুসলিম যুবকদের ভুয়ো জঙ্গি তকমা দিয়ে গ্রেফতার করার উদ্দেশ্য দেশকে হিন্দু রাষ্ট্রে রূপান্তরিত করার চক্রান্ত। রাজ্য সরকার এই ষড়যন্ত্রের প্রতি নীরব সমর্থন দিচ্ছে।" তিনি জানান, শুভেন্দুর "সাম্প্রদায়িক বক্তৃতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া না হলেও এসডিপিআই নেতাদের বিরোধিতার জন্য হয়রানি করা হচ্ছে।" মিডিয়ার ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ডমকল ব্লক সভাপতি মিজানুর রহমান।
এই সমাবেশে এসডিপিআই নেতৃবৃন্দ ওয়াকফ বিল বাতিল, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, এবং মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কার্যকলাপ বন্ধের দাবি জানান।